বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা চলে আসছে প্রায় এক শতাব্দী বা তারও একটু আগে থেকে। দিন দিন বাড়ছে এ উত্তেজনা। এবারের বিশ্বকাপেও দুই দলের ভক্তরা থেমে নেই চিরায়ত দ্বন্দে জড়াতে। দু-একটি ঘটনা বাদ দিলে এই দ্বন্দটি বেশ উপভোগ্যও বটে।
প্রতিবারের মত এবারও সারা দেশে দেখা গেছে পতাকা-ব্যানার নিয়ে দুই দলের সমর্থকদের উদযাপন। বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থনের ব্যাপারটি জানতে পেরে কয়েকদিন আগে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। এবার বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের বিষয়টি তুলে আনল ব্রাজিলের বৃহত্তম স্পোর্টস সাইট ইউওএল।
সোমবার বাংলাদেশের ব্রাজিল ফুটবলকেন্দ্রিক উন্মাদনা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ব্রাজিলের ইউওএল। সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সমর্থকদের ব্রাজিল দলকে নিয়ে উৎসাহ-উদ্দীপনা। বিশ্বকাপের আগে এবং আসর চলাকালে দেশের বিভিন্ন অঞ্চলে হওয়া ব্রাজিল সমর্থকদের মিছিল-মিটিংয়ের বিষয়টিও তুলে এনেছে তারা।
বিশ্বকাপ শুরু হলে সমগ্র দেশের একটি বড় অংশ ব্রাজিলের পতাকা টানায়। ব্রাজিলের গণমাধ্যম ইউওএল এই বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে এনেছে তাদের সংবাদে। তাছাড়া বিশ্বকাপকে নিয়ে বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভিতে হওয়া এক রম্যবিতর্কের ভিডিও দেখিয়েছে গণমাধ্যমটি।