The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

রোনালদোকে টপকে আরও এক রেকর্ড করলেন মেসি

ক্রিশ্চিয়ানো রোনালদোর আর লিওনেল মেসির দ্বৈরথটা প্রায় দেড় দশক দীর্ঘ। দু’জনের জন্য  সম্ভাব্য শেষ বিশ্বকাপেও দেখা মিলেছে সেই দ্বৈরথের। কেউ কারো থেকে কম নন। যদিও এবার পর্তুগিজ মহাতারকার এক বিশ্বকাপ রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি, যেটা আবার চলতি বিশ্বকাপেই গড়েছিলেন রোনালদো।

শেষ কিছু দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুটা রঙ হারিয়েছেন বলে মনে হলেও চলতি বিশ্বকাপে ঠিকই কেড়ে নিয়েছেন আলো। ঘানার বিপক্ষে পর্তুগালের প্রথম  ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা, জানান দিয়েছেন ‘আমি এখনো ফুরিয়ে যাইনি’। সেই ম্যাচসেরার পুরস্কারটা রোনালদোর ঝুলিতে গিয়েছিল এই নিয়ে ৭ম বারের মতো। গড়ে ফেলেছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার এক নতুন রেকর্ড।

মেসি সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছেন আজ। আহমাদ বিন আলী স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে করেছেন দারুণ এক গোল। এছাড়াও পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের এই লড়াইয়ে অলরাউন্ড পারফর্ম্যান্সই উপহার দিয়েছেন মেসি।

তাতেই তিনি পেয়ে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়। গড়ে ফেলেছেন নতুন রেকর্ডটাও। রোনালদোর সাত ম্যান অফ দ্য ম্যাচ ছাপিয়ে মেসি পৌঁছে গেছেন বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিক থেকে অনন্য অবস্থানে, বর্তমানে তার ম্যাচসেরার পুরস্কার আছে ৮টি। ৬ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই তালিকার তিনে অবস্থান করছেন আরিয়েন রবেন।

এই ম্যাচে অবশ্য এই এক দিক থেকে রোনালদোকে ছাড়িয়ে যাননি মেসি। গোলের দিক থেকেও পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়েছেন তিনি। বর্তমানে মেসির বিশ্বকাপ গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপে গোল ৮-টি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.