রিদুয়ান ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের বাংলা বিভাগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের তুষার মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্জুন বিশ্বাস মনোনীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এই কমিটিতে অন্যান্যরা হলেন; সহ-সভাপতি মাহমুদুল হক সামি, মো. তরিকুল ইসলাম, মাহমুদুজ্জামান পাভেল, পাপুন চন্দ্র অধিকারী, জুনাঈদ হুসাইন রায়িন। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান প্রিন্স, মো. ফয়সাল হোসেন, আব্দুল্লাহ আল-ইমরান, মো. শাহিন সুমন, মো. সজীব হোসেন, নাঈম হোসাইন, কার্তিক চন্দ্র রায়, মো. সাফিউল্লাহ সায়েম। সাংগঠনিক সম্পাদক হিসেবে আফসানা মীমী ও ফারহানা জেসমিন।
অনুভূতি প্রকাশ করে তুষার বলেন, “সাধারণ শিক্ষার্থী ও মুক্তিকামী মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে সেটি বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে তরান্বিত করতে আমি সর্বদা বদ্ধ পরিকর।”
এর আগে, গত ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ এবং ইনস্টিটিউটের পদপ্রত্যাশীদের সিভি জমা নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।