গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি’র (জিবিপিএস) দিনব্যাপী ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির ১৪ জন সদস্যের অংশগ্রহণে এই ফটোওয়াক আয়োজন করা হয়।
ফটোগ্রাফির ফ্রেমিং ও কম্পোজিশন নিয়ে আলোচনা করেন জিবিপিএসের মেন্টরস্ বোর্ডের সদস্য সাজ্জাদ সাজু। এছাড়াও ন্যাচার, লাইফস্টাইল ও স্ট্রিট বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দেন তিনি।
জিবিপিএস সাধারণ সম্পাদক মুহাম্মদ নঈম উদ্দিন বলেন, ‘আমরা বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি ফটোওয়াকের প্রস্তুতি নিচ্ছি। ফটোওয়াকের নির্বাচিত ছবি নিয়ে প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। সেরা ফটোগ্রাফারদের পুরস্কৃত করা হবে।’
জিবিপিএস সভাপতি মোঃ রাকিবুল হাসান বলেন, ‘এই ফটোওয়াক আমাদের ফটোগ্রাফির বেসিক বিষয় সম্পর্কে বাস্তবিক ধারণা দিয়েছে। একই সাথে কীভাবে দলগতভাবে ফটোগ্রাফি করা যায়, সেটি সম্পর্কেও জানতে পেরেছি আমরা।’
এসময় উপস্থিত ছিলেন জিবিপিএসের সহ-সভাপতি সুপর্ণা রহমান টুছি, কোষাধ্যক্ষ মোঃ নাহিদ হাসান, দপ্তর সম্পাদক হাসিব মীর প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে নথিভুক্ত গণ বিশ্ববিদ্যালয়ের একমাত্র সংগঠন জিবিপিএস।