The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

এসএসসিতে জিপিএ-৫ পেলো যমজ বোন

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় যমজ দুই বোন সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা জিপিএ- ৫ পেয়েছেন। তারা একসাথে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এই সাফল্য অর্জন করেছে। তাদের বাড়ি টাঙ্গাইলের সখীপুরের পৌর শহরের ৩ নং ওয়ার্ডের রেজিস্ট্রিপাড়া এলাকায়।

যমজ দুই বোনের বাবা মো. আল আমিন মিয়া বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং তাদের মা আফিয়া আক্তার পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হিসাবে শিক্ষাকতা পেষায় নিয়োজিত আছেন।

ইতোপূর্বে শাহানা ও আফসানা ২০১৬ সালে কাকার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে জিপিএ- ৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবারও এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে।

দুই মেয়ের সফলতার অর্জনের বিষয়ে বাবা মো. আল আমিন মিয়া বলেন, আমরা দুজনেই শিক্ষকতা পেশায় থাকার কারণে সন্তানদের পর্যাপ্ত সময় হয়তো দিতে পারিনি, কিন্তু তারা পড়াশোনার বিষয়ে খুবই মনোযোগী ছিল এবং তাদের আগ্রহ দেখে মনে হতো তারা ভাল রেজাল্ট করবে।

সামিয়া জাহান আফসানা বলেন, আমাদের ভালো ফলাফলে বাবা-মার পাশাপাশি শিক্ষকদের ভূমিকাও অনেক বেশি ছিলো। আমরা সময়কে সময় দিয়েছি সময় আমাদের দ্বিগুণ হারে ফিরিয়ে দিয়েছে। আমরা দুজনেই ডাক্তার হতে চাই।

সাদিয়া জাহান শাহানা বলেন, ভালো ফলাফলে করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। আমরা স্কুলে কোন পড়া জমিয়ে রাখতাম না প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করতাম। চিকিৎসা সেবায় নিজেদের সেরাটা দিয়ে ভবিষ্যতে ভালো একজন ডাক্তার হতে চাই।

সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন বলেন, ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত পালাক্রমে দুই বোন প্রথম এবং দ্বিতীয় হয়েছে তাদের এই অর্জনে আমরা অনেক খুশি। তাদের সার্বিক মঙ্গল কামনা করছি।

বাম পা দিয়ে লিখে পাস করলেন অদম্য রাসেল

You might also like
Leave A Reply

Your email address will not be published.