নিটার প্রতিনিধি: সাভারের অদূর নিটারে (ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্সটিটিউট) আয়োজিত হয়ে গেলো নিটার এবং ১০ম ব্যাচের পক্ষ থেকে ১১ ব্যাচের নবীনবরণের অনুষ্ঠান।
পহেলা ডিসেম্বর সকাল ১১ টায় কোরআন তিলওয়াত,গীতাপাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।এসময় উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত শিক্ষকবৃন্দ, ক্যাম্পাসের ৮ম,৯ম,১০ম ব্যাচ এবং অনুষ্ঠানের প্রাণ ১১ ব্যাচের নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, নাটকের মতো বিভিন্ন সেগমেন্টে তারা তাদের প্রতিভা প্রদর্শন করে।পাহাড়ি নৃত্যের তালে তালে অথবা নাটকে,আবৃত্তির বজ্র কন্ঠে ক্যাম্পাসে তৈরি হয় এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ।
দুপুর ১২ টার পর শুরু হয় ১০ ব্যাচের পক্ষ থেকে ১১ ব্যাচকে ব্যাচ টি-শার্ট প্রদান উৎসব।শেষে দুপুর ১ টায় দেয়া হয় খাবার এবং নামায বিরতি।
বিরতির পর মঞ্চে গানের মাধ্যমে অনুষ্ঠানটি আবার শুরু হয়।বিভিন্ন দল বিভিন্ন সেগমেন্টে এসময় পারফর্ম করেন।রাত ৮ টার পর অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ,বাংলাদেশের অন্যতম নবীন ব্যান্ড কার্নিবাল মঞ্চে উঠে মাতিয়ে তুলেন শিক্ষার্থীদের।রাত ১২ টায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।