The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিটের নেতৃত্বে সবুজ, মোতালেব

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র কুষ্টিয়া জেলা ইউনিটের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সবুজ আলী এবং যুগ্ম কো-অর্ডিনেটর হিসেবে মোতালেব বিশ্বাস লিখন।

সোমবার(২৮ নভেম্বর) দ্যা হাঙ্গার প্রজেক্ট, যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাস ও আঞ্চলিক সমন্বয়কারী রকিবুল ইসলাম রকি সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির উপদেষ্টা হিসেবে আছেন দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক ও প্রকাশক নূরুন্নাহার সীমা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য এস. এস. রুশদী।

কমিটির অন্যান্য সদস্যরা, যুগ্ম কো-অর্ডিনেটর মোছাঃ পিংকি খাতুন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মোঃ রানা হামিদ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাহফুজ আলী, প্রচার ও কর্মশালা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান এবং সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মুরসালীন হোসেন, মোঃ ফাহিম হাসনাত, মো ইমরান হোসেন, রজনী খাতুন, ইসরাত জাহান জেবা।

প্রসঙ্গত, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.