পাবিপ্রবি প্রতিনিধিঃ বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সহযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয় (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত প্লানিং কার্নিভাল ফটোগ্রাফি-২০২২ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থী মোসাব্বির আব্দুল্লাহ।
মোসাব্বির আব্দুল্লাহ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ছাত্র।
ফটোগ্রাফির বিষয় ছিলো শহরের আত্মা, শহর-মানব ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক, ঐতিহ্য সংরক্ষণ।প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সেখানে মোসাব্বির আব্দুল্লাহর “ধোঁয়ার নগরী” ক্যাপশনে অংশগ্রহণ করা ছবিটি চ্যাম্পিয়ন হয়।
অনুভূতি প্রকাশ করে মোসাব্বির আব্দুল্লাহ বলেন, ছোটবেলা থেকেই ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে। ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান আছে আমার। সেই থেকে বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি। রুয়েটে প্লানিং কার্নিভাল ফটোগ্রাফি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং চ্যাম্পিয়ন হই। এত গুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমি চ্যাম্পিয়ন হয়েছি এটা আমার জন্য অনেক বড় অর্জনের বিষয়। আমার অর্জন টা আমি আমার বাবা মাকে উৎসর্গ করছি।