মেক্সিকোর বিপক্ষে কেমন খেলে আর্জেন্টিনা ও মেসি, সমীক্ষা কি বলে?
বাচা মরারা ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরে পিছিয়ে লিওনেল মেসির দল। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ আজ আর্জেন্টিনার জন্য এক প্রকার বিশ্বকাপে টিকে থাকার লড়াই। তবে দুই দল মাঠে নামার আগে অতীতের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে থাকছে আর্জেন্টিনা।
এখন পর্যন্ত মেক্সিকোর সঙ্গে ৩০ ম্যাচে লড়েছে আর্জেন্টিনা। যার ১৫ ম্যাচেই বিজয়ের মালা নিজেদের গলায় নিয়েছে আর্জেন্টিনা । এছাড়া ১১ ম্যাচ হয়েছে ড্র হয়েছে, এবং মেক্সিকো জিতেছে মাত্র ৪ ম্যাচে। মোট ৩০ ম্যাচের মধ্যে দুই দল বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৩ বার। যার সবকটি ম্যাচেই জয়ের রেকর্ড রয়েছে আর্জেন্টিনার।
আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিরও মেক্সিকোর সঙ্গে সুখস্মৃতি রয়েছে। এ পর্যন্ত মেসি ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়ে ৪ জয় ও ১ ড্র করেছেন। এই ৫ ম্যাচে মেক্সিকোর জালে আর্জেন্টিনার দিয়েছে ১৪ গোল। যার মধ্যে ৩টি মেসি দিয়েছেন, সঙ্গে ২টি গোল বানিয়েও দিয়েছেন।
এই সুখস্মৃতি নিয়ে আজ দিবাগত রাত ১টায় মেক্সিকোর সঙ্গে লড়বে আর্জেন্টিনা। যেখানে জয় ছাড়া অন্য কোনকিছু ভাবার সুযোগ নেই আলবিসেলেস্তাদের।