The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪

ইবিতে দিনব্যাপী পত্রিকায় লেখালেখি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় টিএসসির ১১৬ নং কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা উপদেষ্টা জনাব শরিফুল ইসলাম জুয়েল। প্রধান আলোচক হিসেবে ছিলেন দৈনিক মানবকন্ঠ সহকারী সম্পাদক দীপঙ্কর গৌতম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এ.এইচ ওয়ালিউল্লাহ।

এসময় রুখসানা খাতুন ইতির সঞ্চালনায় উক্ত কর্মশালাটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখার সাধারণ সম্পাদক আবু তালহা আকাশ, সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য মঞ্চের সদস্য সচিব আসিফা ইসরাত জুঁই, তরুণ কলাম লেখক ফোরাম বাংলাদেশ ইবি শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার মাসুম, রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, লন্ঠন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি ও উক্ত শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল মানবকন্ঠ পত্রিকার সহকারী সম্পাদক দীপঙ্কর গৌতমকে সম্মামনা স্মারক তুলে দেন। তারপর দীপঙ্কর গৌতম কয়েকজন সদস্যকে সার্টিফিকেট তুলে দেন।

অনুষ্ঠানটি দুইটি পর্বের মাধ্যমে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আইডি কার্ড ও সংগঠনে নামসহ কলম বিতরণ এবং লেখালেখি নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে লেখালেখি নিয়ে সদস্যের বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর প্রদান করা হয়।

এ সময় প্রধান আলোচক মানবকন্ঠ সহকারী সম্পাদক দীপাঙ্কর গৌতম বলেন, ‘পত্রিকায় লেখার পাশাপাশি দৈনিক পত্রিকা পাঠে মনোযোগ দিতে হবে। কলম একটি অস্ত্র, কলম সৈনিকদের উচিত সমাজ পরিবর্তনে এই হাতিয়ারকে ব্যবহার করা। নীতি নৈতিকতার পথে অটল থেকে সমাজের অসঙ্গতি তুলে ধরাই কলম সৈনিকদের মূল লক্ষ্য হওয়া উচিত। বর্তমানে গণমাধ্যম প্রচার মাধ্যমে রুপান্তর হতে চলছে, আমরা চাই এটা তাঁর মূল অস্তিত্বে টিকে থাকুক’।

You might also like
Leave A Reply

Your email address will not be published.