দারুণ এক জয়ে আবুধাবিতে চলমান টি-টেন লিগের ষষ্ঠ আসর শুরু করেছিল বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স। আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত দল নিউইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয় বাংলা টাইগার্স, যে ম্যাচে নিজের দলকে জেতাতে অলরাউন্ড নৈপুণ্য আর বিচক্ষণ অধিনায়কত্বে দারুণ এক ভূমিকা রেখেছেন সাকিব।
অপরদিকে একই দিনে টি-টেন লিগের এবারের আসরের নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিজেদের প্রথম ম্যাচে বল হাতে সুবিধা করতে পারেনি মুস্তাফিজুর রহমান, নিজের করা দুই ওভারে রান দিয়েছেন ৪৫। তিনি পাননি কোন উইকেট।
টিম আবু ধাবির হয়ে খেলতে নেমে নিজের প্রথম ওভারে দেন ১৮ রান আর দ্বিতীয় ওভারে দেন ২৭ রান। সবশেষ মুস্তাফিজদের জয়ের লক্ষ দারায় ১৩৫ রান। এত রান দিয়ে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন কাটার মাস্টার।