The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

জাবিতে বিশ্বকাপ উত্তেজনায় রম্য বিতর্ক

জাবি প্ৰতিনিধিঃ ফুটবল বিশ্বকাপের আমেজে মেতেছে পুরো বিশ্ব। এ উন্মাদনা ছড়িয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। ফুটবলের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করতে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে বিশ্বকাপ ফুটবল বিতর্ক।

বুধবার (২৩ নভেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ রম্য বিতর্কের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। ‘যা-ই বলেন, বিশ্বকাপ আমাদের’ শীর্ষক এ বিতর্কে অংশ নেয় ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড ও স্পেনের প্রতিনিধিত্ব করা ৬ ফুটবলভক্ত বিতার্কিক।

এ আয়োজন সম্পর্কে জেইউডিও সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ বলেন, ‘বিশ্বকাপ আসলে ক্যাম্পাস এক ভিন্ন উন্মাদনায় মেতে উঠে। একসাথে বসে খেলা দেখা, প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়ানো, পছন্দের দলকে নিয়ে বিতর্ক চলতেই থাকে। এ উত্তেজনায় ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের এ বিতর্ক৷ ক্যাম্পাসের শিক্ষার্থীরা এ আয়োজন খুব উপভোগ করেছে।

বিতর্কে ব্রাজিলের হয়ে জাফর সাদিক, জার্মানির পক্ষে নূর আলম, আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন শাহীন রেজা। এছাড়া ফ্রান্সের হয়ে লড়াই করেছেন নাজিউল ইসলাম শোভন, ইংল্যান্ডের পক্ষে শফি মাহমুদ সাগর আর স্পেনের হয়ে নুর আহম্মদ হোসেন লড়াই করেছেন। এ আয়োজনে বিতার্কিকরা যুক্তি আর পরিসংখ্যানের জোরে বিশ্বকাপকে নিজেদের ঘরে তোলার লড়াই চালিয়ে যানা আর করতালি আর উল্লাসে তাদের সাহস যুগিয়েছেন ক্যাম্পাসের ফুটবলভক্তরা৷ পছন্দেরভদল যুক্তির লড়াইয়ে কিছুটা এগিয়ে গেলেই উচ্ছ্বাসের জোয়ারে মেতে উঠছিলেন তারা। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন আর্জেন্টিনার প্রতিনিধি শাহীন রেজা। দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে হেরে সবদিক থেকেই চাপে ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও৷

বিশ্বকাপ ফুটবলের এ মহোৎসরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই প্রতিটি হলে ভক্তরা পছন্দের দলের পতাকা টানিয়েছেন। গড়ে তুলেছেন সমর্থকগোষ্ঠী ও উদযাপন কমিটি। এছাড়া বটতলায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো উপভোগ করতে ছুটে আসেন ফুটবলপ্রেমীরা৷

You might also like
Leave A Reply

Your email address will not be published.