বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত ‘ন্যাশনাল জার্নালিজম ফেস্ট ২০২২’ এর যাত্রা শুরু হয়েছে। এবছর এই আয়োজন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রেসক্লাবের নেতৃত্বে নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সেমিনার রুমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দু’দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠান চলবে আগামী বুধবার ( ২২ নভেম্বর) পর্যন্ত। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, গ্রীণ ইউনিভার্সিটি সহ দেশের মোট ২০ টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত হন।
জাককানইবি প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঐ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কেএম খালিদ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ময়মনসিংহের মেয়র মো. ইকরামুল হক টিটু ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ, এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান জনাব তুষার আব্দুল্লাহ ও ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ক্যাম্পাস প্রতিনিধিদের ক্যাম্পাস সাংবাদিকতার অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে ‘সাংবাদিকদের বর্তমান অবস্থা, সংকট ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিন ‘এই সময়ে ক্যাম্পাস সাংবাদিকতার প্রাসঙ্গিকতা যতটুকু’ শীর্ষক আলোচনা ও সনদপত্র বিতরণ করা হবে।
উপস্থিত সকল ক্যাম্পাস সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে উদ্বোধক জাককানবির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমার জীবনেও প্রথম আয় সাংবাদিকতা থেকে শুরু। পড়াশোনার পাশাপাশি লেখালেখির অভ্যাস আসলেই শিক্ষার মানোন্নয়নে সহায়তা করে।
প্রধান অতিথির বক্তব্যে কেএম খালিদ বলেন,সাংবাদিকতা এক শ্রদ্ধা ও সম্মানের কাজ। পড়াশোনার পাশাপাাশি যারা সাংবাদিকতা করছেন, আশাকরি সবাই বস্তুনিষ্ঠ সংবাদ দ্বারা নিজ দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
জাতীয় এই ফেস্টে অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সভাপতি নিহার সরকার অংকুর বলেন, করোনাকালীন বন্ধের দীর্ঘ দু’বছর পরে আমরা সবাই আবার একত্রিত হয়েছি। আসলে সবাই সাংবাদিক হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের নাম সমুজ্জ্বল করার জন্য আমাদের যাত্রা। সাংবাদিকতার সবচেয়ে বড় এই মিলনায়তন আমাদের জন্য আনন্দের।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে এই ন্যাশনাল জার্নালিজম ফেস্টের যাত্রা শুরু হয়। এবার জাতীয় পর্যায়ে তৃতীয়বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।