মারুফ হোসেন মিশন, রাবি: ‘এসডিজি লক্ষ্য অর্জনে ফোকলোর বিদ্যা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের উদ্দ্যোগে ৫ম বারের মতো আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হয়েছে।
রোববার (২০ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা, রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল খালেক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। সম্মেলন সাংগঠনিক কমিটির সভাপতি ও রাবি ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারেকুল আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অধ্যাপক মোবাররা সিদ্দিকা স্বাগত বক্তব্য রাখেন ও অধ্যাপক রওশন জাহিদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধন শেষে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান ও ড. ফারজানা রহমানের সঞ্চালনায় উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি একটি মাল্টিডিসিপ্লিনারি বিষয়। এখানে যেমন আছে অর্থনীতি তেমনি সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয় যার মধ্যে ফোকলোর বা লোকসংস্কৃতিও আছে। মানুষের আচার-আচরণ, জীবনচর্চা ইত্যাদি বিষয়ও সামগ্রিকভাবে উন্নয়নকে প্রভাবিত করে। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আলোচনা ও পারস্পারিক মতবিনিময় থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে দিকনির্দেশনভ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্লিনারি সেশনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লব চক্রবর্তী বক্তৃতা করেন। নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এই বক্তৃতা পর্বে আলোচক ছিলেন রাবি ফোকলোর বিভাগের পিএইচডি ফেলো ড্যামন জোসেফ মন্টক্লেয়ার।
দুই দিনব্যাপী এই সম্মেলনে আজ প্রথম দিনে বিকেলের পর্বে আছে, দুটি একাডেমিক সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে আগামীকাল সোমবার থাকছে তিনটি একাডেমিক সেশন, একটি প্লিনারি সেশন এবং সমাপনী অধিবেশন।
উল্লেখ্য, এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল, তুরস্ক, আমেরিকা, পোল্যান্ডের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। সম্মেলনে বাছাইকৃত সেরা ৪০টি প্রবন্ধ পাঠ করা হবে।