The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ভার্চুয়াল সমাবর্তনে যুক্ত হলেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা

চারটি বড় এলইডি স্ক্রিনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সঙ্গে যুক্ত হয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে আজ শনিবার বেলা ১১টার দিকে জুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেন্যু থেকে যুক্ত হন তারা।

সমাবর্তনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যঁ তিরোল।

এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফসহ অধিভুক্ত চারটি কলেজের অধ্যক্ষদের নেতৃত্বে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় সমাবর্তন শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবর্তন ভেন্যুতে এসে শেষ হয়। এরপর অতিথিরা গ্র্যাজুয়েটদের সঙ্গে নিয়ে আসন গ্রহণ করেন। সমাবর্তনের প্যান্ডেলে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা। দর্শক সারির সামনে ও মাঝে দেওয়া হয়েছে চারটি স্ক্রিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে এই ডিজিটাল কনফারেন্স স্থাপন করা হয়েছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.