গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ইউনিটভিত্তিক আলাদা তালিকা দেখতে পারেন। এর আগে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৬৬০ জন। গত শুক্রবার (১১ নভেম্বর) প্রথম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।
বশেমুরবিপ্রবিতে মোট আসন রয়েছে ১৫০৫টি। এর মধ্যে ভর্তি হয়েছেন ৬৬০ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে আসন ফাঁকা রয়েছে ৮৪৫টি।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবাইটের লিংক ক্লিক করুন।