The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাবের নতুন কমিটি গঠিত

বিশ্বকাপ ফুটবল শুরুর পূর্বে থেকেই ছোট থেকে বড় সকলের মাঝেই আমেজ শুরু হয়ে যায়। সবার মুখে মুখে শোনা যায় নিজের পছন্দ করা দলের নাম। কেউ বা নিজের দলকে সবার উপরে স্থান দেওয়ার জন্য হাজার হাজর টাকা খরচ করে পছন্দ দেশের পতাকা তৈরি করছে। আবার কেউতো নিজের বাসাকেই পতাকার রঙ্গে সাজিয়ে তুলছে। এবার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের নিয়ে ২৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ‘ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাব’ গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ব্রাজিল ফুটবল ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ আহম্মেদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদ এবং প্রতিষ্ঠাকালীন কমিটির উপদেষ্টা ও সকল সদস্যগনের সম্মতিক্রমে আগামী ৪ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাব্বির আনাম রেজা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসাইন শ্রাবণ।

ক্লাবটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসাইন শ্রাবণ বলেন, “আমরা কমিটিতে যারা আছি বা নাই সবাই মিলেই ক্যাম্পাসে ব্রাজিল দলের হয়ে কাজ করে যাবো। দূর থেকে প্রিয় দলকে সাপোর্ট করে যাবো৷ অনেকেই কমিটিতে মিসিং হয়েছে। আমরা অতি দ্রুত প্রতিটি অনুষদ এবং ডিপার্টমেন্ট এর কমিটি দিয়ে ব্রাজিল সমর্থক গোষ্ঠীকে আরও শক্তিশালি করে তুলবো। আমরা ব্রাজিল সমর্থকেরা খেলায় বিশ্বাসী। আমাদের পছন্দের দল অবশ্যই ট্রফি জিতবে। আমার পক্ষ থেকে অন্যান্য দলের জন্যও শুভকামনা রইল।”

উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

You might also like
Leave A Reply

Your email address will not be published.