The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪

শিক্ষার মান-উন্নয়নে কাউনিয়ায় মতবিনিময় সভা

সাইদুল ইসলাম, রংপুরঃ রংপুরের কাউনিয়ায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়া স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া কলেজের নিজ উদ্যোগে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোর প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কাউনিয়া কলেজ শিক্ষক কমনরুমে নবাগত অধ্যক্ষ মোঃ ফারুক আজম এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

কাউনিয়া কলেজের প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃমহসীন হীরার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, শিবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, টেপামধুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, মীরবাগ ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআবুল কাশেম, ভায়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,বাংলা বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিনহাজুল ইসলাম প্রমুখ।

মানসম্মত শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠান গুলোতে আরো বেশি কার্যকর ও ফলপ্রসূ করতে এবং মানবিকও বিজ্ঞান অনুষদের সাথে তাল মিলিয়ে বানিজ্য বিভাগকে এগিয়ে যেতে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার নানা দিকগুলো তাদের বক্তব্যে তুলে ধরেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.