শাবিপ্রবিতে আসন ফাঁকা ১ হাজার ১৬১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ১ম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে এক হাজার ১৬১টি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট আসন রয়েছে এক হাজার ৬৬৬টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৫০৬ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো এক হাজার ১৬১টি আসন ফাঁকা রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাবিপ্রবির ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাছুম।
উল্লেখ্য যে, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।