রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ঃ ০৭ নভেম্বর সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃজাকির হোসেনকে একাত্তর টিভির টকশোতে হেয় প্রতিপন্ন করায় প্রতিবাদ প্রকাশ করেন।
গত ২ নভেম্বর ২০২২ (বুধবার) একাত্তর টিভির সরাসরি সম্প্রচারিত টকশো ‘একাত্তর জার্নাল’ এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃজাকির হোসেনকে হেয় প্রতিপন্ন করা হয়।
অধ্যাপক ড. মোঃজাকির হোসেনকে বেগুনে ভারী ধাতুর উপস্থিতি বিষয়ক গবেষণার আলোচনা করার জন্য উক্ত টকশোতে আমন্ত্রণ জানানো হয়। এসময় পরিকল্পিত ভাবে অধ্যাপক ড. মোঃজাকির হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন ও অযৌক্তিক প্রশ্নবানে জর্জরিত করা হয়। উক্ত টকশোতে ড.জাকির হোসেনের গবেষণালব্ধ ফল উপস্থাপনের কোনো সুযোগ না দিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।
শিক্ষকদের প্রধান কাজ শিক্ষা দানের পাশাপাশি গবেষনার মাধ্যমে নতুন জ্ঞানের উদ্ভাবন। সেই কাজটিই অধ্যাপক ড.মোঃজাকির হোসেন অব্যাহত রেখেছেন। কিন্তু এমন একজন নিবেদিত প্রাণ শিক্ষক গবেষককে ‘একাত্তর জার্নাল’ টকশোতে নাক্কারজনকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত পরিতাপের বিষয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ লায়লা ফেরদৌস ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন এর স্বাক্ষরিত একটি প্যাডে এসব তথ্য নিশ্চিত করে প্রতিবাদ প্রকাশ করেন।