The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

বাকৃবিতে গবাদি পশুর ভ্রূণ উৎপাদন ও স্থানান্তর বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের আয়োজনে ‘গবাদি পশুর ভ্রূণ উৎপাদন ও স্থানান্তর’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। দ্য অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্যা ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) এবং ইউনেস্কোর অর্থায়নে ‘বাংলাদেশের দেশি গাভীতে ভ্রূণ স্থানান্তরের পরে প্রাপকের গ্রহণযোগ্যতা এবং গর্ভধারণকে অনুকূল করা’ শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা।

তিন দিনব্যাপী (৬, ৭ ও ৮ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় পাঁচটি তত্ত্বীয় ও পাঁচটি ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ান ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ভ্রূণ স্থানান্তর বিষয়ে প্রশিক্ষণ বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। এজন্য কর্মশালার সমন্বয়ককে অভিবাদন জানাচ্ছি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য প্রশিক্ষণার্থীরা কাজ করবেন বলে আশা প্রকাশ করছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.