ঢাকার সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ক্যাম্পাসে (নিটার) বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে ক্যাফেটেরিয়া সার্ভিস। যেখানে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও মহামারী করোনার কারনে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে নিটারের ক্যাফেটেরিয়া সার্ভিস। গত ৩ অক্টোবর এক অফিস আদেশ এর মাধ্যমে নিটার ক্যাফেটেরিয়া ভাড়া দেয়ার ইচ্ছা পোষণ করে নিটার প্রশাসন।
পরবর্তীতে গত ৭ নভেম্বর নিটারের রেজিস্টার আহমেদ ইকবাল সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নিটারের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অবগতির জন্য জানানো হয় যে নিটারের ক্যাফেটেরিয়া আবার চালু হয়েছে।
যেখানে শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। ফটোকপি এবং বিভিন্ন স্টেশনারি সামগ্রী বিক্রয়ের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
নিটারের শিক্ষার্থীরা জানান, ক্যাফেটেরিয়া সার্ভিস বন্ধ থাকায় এতোদিন অনেক কষ্ট করতে হয়ছে। তারা আশাবাদী ক্যাফেটেরিয়া সার্ভিস চালু হওয়ায় তাদের কষ্ট লাঘব হবে।
অন্যদিকে মানসম্মত পরিবেশে তারা খাবার গ্রহন যেমন করতে পারবে ঠিক তেমনই হাতের কাছে স্টেশনারি পন্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবে।