ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ঝুমপা লাহেরীর লেখনীতে বহু সংস্কৃতির সংকট ও পরিচয়হীনতা’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মিজানূর রহমানের তত্ত্বাবধানে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে বিভাগটি এ পিএইচডি অনুষ্ঠানের আয়োজন করেন।
আয়োজিত সেমিনারে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হারুন উর-রশিদ-আসকারী।
বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। এছাড়াও বিভাগটির অন্যান্য শিক্ষকগণ গবেষণা পত্র অনুষ্ঠানে আলোচনা করেন।