মোস্তাক মোর্শেদ ইমন, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক অন্যতম সাংস্কৃতিক সংগঠন, ‘আবৃত্তি আবৃত্তি’র আয়োজনে ‘সম্প্রীতির সংগ্রামে আমরা’ শিরোনামে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (০২ নভেম্বর) বেলা ১১টায় মিনিটে ক্যাম্পাসের ডায়না চত্ত্বরে এ কবিতা পাঠের আয়োজন করা হয়।
নওশীন আরার সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাঈমা পারভীন। এসময় কবিতা পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান। এছাড়াও বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান বলেন, এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য সেটি খুব উপযোগী এবং মহৎ উদ্দেশ্য। সামাজিক জীব হিসেবে আমাদের সুষ্ঠু আচরণ কাম্য। এখন এক শক্তিশালী মাধ্যমে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার মাধ্যমে প্রায়সই সম্প্রীতির বিপর্যায় দেখা যায়। আর এই সম্প্রীতির জন্য আমাদের যুদ্ধ যদি করতে হয় এর চেয়ে আর লজ্জাজনক কি আছে! এই ব্যাপারে আমাদের উদ্ধুদ্ধ করতে পারে কবিতার পঙক্তি। কবিতা সবসময় আমাদের ভেতরের সৎ, সহজ, সরল সুন্দর মানুষটাকে বের করে নিয়ে আসে।
প্রসঙ্গত, আবৃত্তি আবৃত্তির প্রতিপাদ্য ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।