মোস্তাক মোর্শেদ ইমন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তিতে ২ হাজার ২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯টি। আসন প্রতি প্রতিযোগিতা করবে ২১ জন শিক্ষার্থী।
রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া রাইজিং ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ বছর ’এ’ ইউনিটে ৫ শত ৫০ আসনের বিপরীতে ২৪ হাজার ৩৪৩ টি, বি ইউনিটে ১ হাজার ২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০ ও সি ইউনিট ৪ শত ৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন জমা পড়েছে।
তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পেমেন্ট করলেও টেকনিক্যাল কারণে তা জমা হয় না। এরকম কেউ থাকলে আমাদের কাছে আবেদন জানালে আমরা বিবেচনা করবো। সেক্ষেত্রে আবেদন সংখ্যা বাড়তে পারে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) তে পাওয়া যাবে।