The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম জেলা রোভার স্কাউট লিডার কোর্স অনুষ্ঠিত।

২৯ অক্টোবর ( শনিবার) সকাল ৮ টা থেকে পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে রোভার স্কাউটসের লিডার কোর্স অনুষ্ঠিত হয়। এ সময় ৩৭ জেলা থেকে আগত ডিআরএসএল গন প্রশিক্ষণ গ্রহণ করেন। এসময় প্রায় ১০ জন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশন ট্রেনিং পারভেজ খান। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মোঃ এনামুল হক খান।


২৮ অক্টোবর ( শুক্রবার) সকাল ১০ টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে কোর্সের উদ্বোধন করেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সন্তোষ কুমার বসু, কোর্স লিডার স্কাউটার শিকদার রুহুল আমীনসহ স্কাউটার প্রফেসর এ এইচ এম এ ছালেক, স্কাউটার প্রফের আবুল কালাম আজাদ, স্কাউটার ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্কাউটার মোঃ গোলাম কিবরিয়া মধু, স্কাউটার মোহাম্মদ গোলাম মাসুদ,স্কাউটার প্ৰণব কুমার মন্ডল, স্কাউটার এ এস এম মুস্তাফিজুর রহমান, স্কাউটার রেহেনা খাতুন, স্কাউটার মুহাম্মদ আবু হানিফ, রোভার স্কাউটসের প্রশিক্ষক ও বিভিন্ন জেলা থেকে আগত
ডিআরএসএল গন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সন্তোষ কুমার বসু প্রশিক্ষণ কোর্সের সাফল্য কামনা করে বলেন, ” আপনার প্রশিক্ষণ গ্রহণ করে নবীন স্কাউটস কর্মীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন।”

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ” স্কাউটসকে প্রতিটি স্কুল কলেজে পর্যন্ত সক্রিয় করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যেনো স্কাউটসের আদর্শ ধরনের করে দেশসেবা করতে পারে।

আগামীকাল দুপুরে সমাপনী আলোচনা ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কোর্সের সমাপ্তি হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.