সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হেকস/এপার বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে জেন্ডার অ্যান্ড সেফগার্ডিং ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: জেন্ডার অ্যান্ড সেফগার্ডিং ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শরণার্থীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যাডভোকেসি, লবিং ও ক্যাম্পেইনে অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা, আলোচনা ও প্রশিক্ষণে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত (নবায়নযোগ্য)।
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১,২৫,৫৭৬–১,৩০,৩১৫ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২২।