The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। ‘গ্র‍্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ-২০২২’ এর আওতায় মেলবোর্ন ইউনিভার্সিটি কতৃক অফার লেটার পাওয়া শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২২।

সুযোগ-সুবিধাসমূহঃ
> দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং চার বছর মেয়াদি পিএইচডি ডিগ্রী গ্রহণকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।
> প্রতি বছর আবাসন ভাতা হিসেবে $31,200 ডলার প্রদান করবে।
> আন্তজার্তিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে $3000 ডলার প্রদান করবে।
> স্বাস্থ্য বীমা প্রদান করবে৷

যোগ্যতাসমূহঃ
> আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।
> সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়াঃ
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

একাডেমিক ক্ষেত্রসমূহঃ
* স্থাপত্য, বিল্ডিং, পরিকল্পনা এবং নকশা। (Architecture, building, planning, and design)
* কলা, মানবিক এবং সামাজিক বিজ্ঞান। (Arts, humanities and social sciences)
* ব্যবসা এবং অর্থনীতি।(Business and economics)
* শিক্ষা। (Education)
* প্রকৌশল। (Engineering)
* পরিবেশ। (Environment)
* স্বাস্থ্য। (Health)
* তথ্য প্রযুক্তি এবং কম্পিউটার সাইন্স। (Information technology and computer science)
* আইন। (Law)
* সঙ্গীত, ভিজ্যুয়াল এবং পারফর্মিং আর্ট। (Music, visual and performing ats)
* বিজ্ঞান। (Science)
* ভেটেরিনারি, কৃষি এবং খাদ্য বিজ্ঞান। (Veterinary, agricultural and food sciences)

You might also like
Leave A Reply

Your email address will not be published.