ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সমাজবিজ্ঞান সমাজিক গবেষণায় পদ্ধতিগত সমস্যা:বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক এক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রধান করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাবার্য অধ্যাপক ড.এ এইচ এম জেহাদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপ-উপাচার্য অধ্যাপক ড.গনেশ চন্দ্র সাহা। সেমিনারে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আব্দুর রহিম মোল্লা।