ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কলেজের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেএ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবি অধিভুক্ত নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং পরীক্ষার প্রশ্নফাঁস হয়। এ ঘটনায় একটি নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের আরও ৫ সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
তবে ঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব। এ বিষয়ে আজ সোমবার কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।