শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের পরিবারকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৭ জুলাই) দুপুরে প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ছুরিকাঘাতে নিহত শাবি শিক্ষার্থী বুলবুলের পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই টাকা বুলবুলের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, ক্যাম্পাসের বেশিরভাগ জায়গায়ই ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) আছে। যেসব জায়গায় এখনও ক্যামেরা নেই দ্রুত সেসব জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যামেরা বসানো হবে।