The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

ঢাবি ভর্তি পরীক্ষা পাসের হার সর্বনিম্ন ‘চ’ ইউনিটে, ‘গ’ ইউনিটে সর্বোচ্চ

চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার কার্যক্রম। এরপর চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পালা। এবার ৫টি ইউনিটে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে আগামীবার থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট তুলে দেওয়ায় ২০২২-২৩ সেশনে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, সব ইউনিটের ফল প্রকাশের পরপরই মূলত শেষ হয়ে ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম। সে হিসেবে আজ বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় ‘চ’ ইউনিটের ফল প্রকাশ করার পর ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়েছে। এই ইউনিটে পাসের হার ৩ দশমিক ৯১ শতাংশ। এবার পাসের হারে সর্বনিম্ন এই ইউনিটটি। বাকি ৯৬ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এই ইউনিটে আসন রয়েছে ১৩০টি।

তাছাড়া এবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পাসের ১০ দশমিক ৩৯ শতাংশ; কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ; ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ।

২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে ‘গ’ ইউনিট। এবার ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নিয়েছিল। পাস করেছেন ৪ হাজার ২৮৯ জন। পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ।

এ বছর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬ হাজার ১৫৬ জন। পাস করেছেন মাত্র ২৪১ জন শিক্ষার্থী। পাসের হার ৩ দশমিক ৯১ শতাংশ। বাকি ৯৬ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এতে আসন রয়েছে ১৩০টি।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটে ৭১ হাজার ২৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছেন মাত্র ৬ হাজার ১১১ জন, যা মোট শিক্ষার্থীর ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। ‌‘ঘ’ ইউনিটে মোট আসন ১ হাজার ৩৩৬টি।

কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ হাজার ৯৭২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ৷ ১ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী এবার এই ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৬৮৯ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১০ হাজার ৩৭৪ জন। পাস করেছেন মাত্র ১১ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৩৯ শতাংশ। বাকি ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.