মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষার দুই হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। যোগ্যতা থাকার পরও বাদপড়া প্রতিষ্ঠানকে আগামী ২১ জুনের মধ্যে রিভিউ আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ১৫ দিনের মধ্যে শুনানি শেষে নিষ্পত্তি করা হবে।
বৃহস্পতিবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এমপিওভুক্তির জন্য যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) গত বছরের ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করেছে; তা যাচাই-বাছাই শেষে বুধবার (৬ জুলাই) নির্বাচিত দুই হাজার ৭১৬টি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও বলা হয়েছে, প্রকাশিত তালিকায় যেসব প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হতে পারেনি অথচ কাম্য যোগ্যতা পূরণ হয়েছে; সেসব প্রতিষ্ঠান আগামী ২১ জুলাইয়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে আপিল আবেদন করার সুযোগ পাবে। আবেদনের ক্ষেত্রে ছক পূরণ করে সংযুক্তিসহ স্ক্যান কপি সচিবালয়ের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) নাম এমপিওভুক্তিতে উল্লেখ করা হয়নি, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেসব প্রতিষ্ঠানের নাম বুধবার (৬ জুলাই) অযোগ্যতার কারণসহ উল্লেখ করা হয়েছে। বর্তমানে এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী আপিল আবেদন নিষ্পত্তি করা হবে।
অন্যদিকে কারিগরি ও মাদরাসার জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ স্তরেও একই সময়ের মধ্যে আপিল আবেদন করতে বলা হয়েছে।