দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের দ্বিতীয় দফার মাইগ্রেশনের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। ঈদের ছুটি শেষে আলোচনা করে তারিখ ঘোষণা করা হবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দফার মাইগ্রেশন শেষে ৬টি আসন ফাঁকা রয়েছে। মাত্র ৬টি আসনের বিপরীতে দ্বিতীয় দফার মাইগ্রেশন করতে চায় না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এজন্য বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পর্যন্ত অপেক্ষা করতে চায় কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ঈদুল আযহার ছুটি শেষে দ্বিতীয় দফার মাইগ্রেশনের বিষয়ে আলোচনা করা হবে। বুয়েট ও ঢাবির ভর্তি প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য রেখে তারিখ ঠিক করা হবে।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪০ জন ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৭৫ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ।