চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ১৬ জুন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও এখনও শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এনটিআরসিএ।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালানাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শেষ হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণ তথ্য পায়নি এনটিআরসিএ। এছাড়া প্রাপ্ত তথ্যগুলো যাচাই করছে কর্তৃপক্ষ। এর ফলে ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
ওই সূত্র আরও জানায়, চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করার কথা থাকলেও সেটি সম্ভব নাও হতে পারে। এ বিষয়ে এনটিআরসিএ’র কর্মকর্তারা আবারও বৈঠক করবেন। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন মঙ্গলবার (২১ জুন) দুপুরে বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়।
চলতি মাসে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটি বলা যাচ্ছে না। সিদ্ধান্ত হলে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।