দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে এক বছরে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে মেডিকেল শিক্ষায় যে ঘাটতি তৈরি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে আগামী ডিসেম্বর মাসে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে আলোচনাও করেছেন।
ওই সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হলে ডিসেম্বরেই মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এইচএসসি পরীক্ষা শেষে এ বিষয়ে আলোচনায় বসবে নীতিনির্ধারণী কমিটি। আর ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা হলে একই বছরে দুইবার মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ ছিলো।
দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট চার হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬১ হাজার ৬৭৮ জন। এ পরীক্ষায় এক লাখ ৩৯ হাজার ৭৪০ জন অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। গত ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।