The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। বিষয়টি জাতির জন্য খুবই গর্বের। আগামীতে শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে হবে যাতে তাদের প্রত্যেকের চেতনায় বঙ্গবন্ধু থাকে।

তিনি আরো বলেন, বাংলাদেশে রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকল্প নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। এজন্য শিক্ষার্থী, শিক্ষক ও নেতাকর্মীদের দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তাহলেই জাতির জনকের সোনার বাংলা গঠন করা সম্ভব।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শ নগরে অবস্থিত শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের জাগ্ৰত বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান খানসহ বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাতুল হাসান ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদর্শ নগর শহীদ স্মূতি মহাবিদ্যালয়ে যাবার পথে নেত্রকোনা জেলা সদরের রাজুর বাজারে অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.