মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ১৪তম তালিকায় গণবিজ্ঞপ্তি অনুযায়ী সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে ভর্তিচ্ছুদের ভর্তি নেওয়া হয়। বুধবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডীন অফিসে এই ভর্তি কার্যক্রমে আটটি বিভাগে খালি থাকা শতাধিক আসনের জন্য কয়েকগুণ বেশি শিক্ষার্থীকে ডাকা হয়।
এই প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম সন্ধ্যার পর পর্যন্ত চলে। এরপরও সব খালি আসন পূর্ণ হয়নি। জানা গেছে, শুধু লাইফ সায়েন্স অনুষদে ২০টিরও বেশি আসন খালি রয়েছে। ভর্তিচ্ছুদের ফোন করে ডেকে এসব আসন পূরণ করা হবে আগামী রোববার।
গণবিজ্ঞপ্তি দিয়ে ভর্তি কার্যক্রমের পরেও আসন খালি থাকার কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মেধাতালিকায় থাকা বেশ কিছু শিক্ষার্থী অফিসে উপস্থিত থেকে ভর্তি হবে বলে স্বাক্ষর করলেও পরে ভর্তি হয়নি। আবার বেশ কিছু শিক্ষার্থী সশরীরে উপস্থিত থাকার পরও ভর্তি হবে না বলে জানায়। এসব কারণে সময় অপচয় হওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় আসন পূর্ণ করা সম্ভব হইনি।
তবে যারা ভর্তি হতে পারেনি তাদের আশ্বস্ত করা হয়েছে, বৃহস্পতিবার সিরিয়াল অনুযায়ী ফোন করে ডেকে আগামী রোববার সশরীরে ভর্তি নেওয়া হবে। এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার সম্পন্ন হলেও এখনও ভর্তির ব্যাপারে কিছু জানানো হয়নি। এ ছাড়া মাভাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম অনলাইনে হওয়ায় নবীনদের ক্লাস শুরুর পরও বিপুল সংখ্যক আসন খালি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এমন হলে পরবর্তীতে আবার ভর্তি নিয়ে আসন পূর্ণ করা হবে। এ মাসের শেষে নবীনদের ক্লাস শুরু হবে বলে জানা গেছে।