The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪

আইইউটিতে চাকরির সুযোগ, বেতনের সঙ্গে রয়েছে নানা ভাতা

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশের গাজীপুরে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ওআইসির হাতে। এর লক্ষ্য ওআইসিভুক্ত সব দেশের ছাত্রদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করে দেওয়া এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসা। প্রতিষ্ঠানটি চার বিভাগে জনবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি আইইউটিতে পাঠাতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
বিভাগ: টিভিই ডিপার্টমেন্ট
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ডেটাবেজ সফটওয়্যারের কাজ জানতে হবে। আন্তর্জাতিক সংস্থায় সেক্রেটারিয়াল সায়েন্স বা এ ধরনের বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: সিইই ডিপার্টমেন্ট
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/পলিটেকনিক ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয় বা ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ক্যাটালগার
বিভাগ: লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন অফিস
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি/লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ডেটা ইনপুটের কাজ জানতে হবে। ক্যাটালগিংয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন: ২২,৩৯০ থেকে ৩৮,৯২৩ টাকা।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিপ্রোগ্রাফিক অপারেটর কাম সর্টার
বিভাগ: লাইব্রেরি অ্যান্ড ডকুমেন্টেশন অফিস
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। ফটোকপি কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বেতন: ১৬,৭৯২ থেকে ২৯,১৯২ টাকা।

অন্যান্য ভাতা ও সুবিধা: সব পদের জন্য মাসিক বেতনের পাশাপাশি ক্যাম্পাসে যদি কেউ বাড়ি-সুবিধা না পান, তবে তিনি বাড়িভাড়া বাবদ ৪০ শতাংশ টাকা পাবেন। এ ছাড়া পরিবহন, স্বামী/স্ত্রী ভাতা, সন্তান ভাতা, বিশেষ মধ্যবর্তী ভাতা, শিক্ষা, মেডিকেলসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইইউটির ওয়েবসাইটের এই লিংকে গিয়ে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি আইইউটিতে ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস অব দ্য চিফ অব স্টাব্লিশমেন্ট, আইইউটি, বোর্ড বাজার, গাজীপুর।

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২২

You might also like
Leave A Reply

Your email address will not be published.