বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে। প্রত্যেক সপ্তাহের শুক্র ও শনিবার অনলাইনে এই ক্লাস পরিচালিত হবে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাউবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার বছর মেয়াদি বিএ ও বিএসএস (অনার্স) এবং এলএলবি (অনার্স) প্রথম সেমিস্টার, এমএ এবং এমএসএস (প্রথম ও শেষ পর্ব) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ২৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হচ্ছে।
সূচিতে প্রতিটি ক্লাসের জন্য ৫৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন বিরতিহীনভাবে ৫টি ক্লাস অনলাইনে নেওয়া হবে। তবে শিক্ষার্থীদের স্বার্থে তাদের সঙ্গে আলোচনা করে কোর্স শিক্ষকরা নির্ধারিত সূচি পরিবর্তন করতে পারবেন।