ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংক লিমিটেডে ‘আইটি অফিসার’ হিসেবে নিয়োগ পেয়েছেন ১৪ জন। উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তৃতীয় প্যানেল থেকে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন সোনালী ও ৩ জন জনতা ব্যাংকে নিয়োগ পেয়েছেন। নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে।
সোনালী ও জনতা ব্যাংক লিমিটেডে আইটি অফিসার হিসেবে নিয়োগের জন্য ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারীরা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ প্রার্থীদের সমন্বয়ে প্রণীত তালিকা থেকে নিয়োগসংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে তৃতীয় পর্যায়ে ১৪ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপ্রাপ্তদের রোল নম্বর
সোনালী ব্যাংক লিমিটেড: ১১৯৮, ২৮৬৪, ৩২৭৩, ৩৩০৩, ৩৫১৩, ৩৬৪২, ৪১০৩, ৪৭৬৬, ৭৭৫৩, ৮০৫৬, ৮৮৩৫ = ১১ জন
জনতা ব্যাংক লিমিটেড: ১৬১৭, ৪৭১৯, ৮২৮১ = ৩ জন