অধিদপ্তরের কার্যক্রম ই-নথিতে করতে আদেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। মঙ্গলবার এ আদেশে সাক্ষর করেন অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীকে ই-নথি-তে কার্যক্রম গ্রহণের বিষয়ে ইতোপূর্বে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তবে ই-নথিতে কার্যক্রম চলমান রয়েছে, তবে তা আশানুরূপ নয়। ই-নথিতে উপস্থাপনযোগ্য অনেক বিষয় প্রায়ই হার্ড নথিতে উপস্থাপিত হচ্ছে। এতে করে বর্তমান করোনাকালে অফিসের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে।
বর্তমান কোডিড-১৯ পরিস্থিতিতে সকল দাপ্তরিক বিষয় ই-নথিতে উপস্থাপন করতে হবে। যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে অধিক পরিমান সংযুক্তি পর্যালোচনার প্রয়োজন হয়, যেসব নথিতে লাইভ (Live) স্বাক্ষরের প্রয়োজন আছে সেসব নথি ব্যতীত সকল কার্যক্রম ই-নথিতে উপস্থাপন করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, ই-নথিতে কার্যক্রম গ্রহণে ব্যর্থ হলে বার্ষিক গোপনীয় অনুবেদন এর ৪র্থ অংশের ৪.২২ এ বর্ণিত ই-নথি ও ইন্টারনেট ব্যবহারে আগ্রহ ও দক্ষতা মূল্যায়নে বিষয়টি প্রতিফলিত হবে বলে জানানো হয়।