কারিগরি শিক্ষা অধিদফতরের ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ও ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি শহীদ মিনারে অবস্থান করছে কারিগরি শিক্ষকরা।
মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান নেন তারা। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা’র ব্যানারে তারা অবস্থান করছেন। তারা জানান প্রধানমন্ত্রীর কোনও নির্দেশনা বা আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সিরাজগঞ্জ পলিটেকনিকাল ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কারিগরি শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, স্টেপ-এর আওতায় আমাদের ট্রেনিং শেষ হওয়ার পর ২০১৯ সালের জুনে প্রধানমন্ত্রী আমাদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য লিখিত নির্দেশনা দেন। অজানা কারণে দুই বছরেও তা বাস্তবায়ন হয়নি। আমরা ১৯ ধরে বেতন পাচ্ছি না। বেতনের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। যতক্ষণ না প্রধানমন্ত্রীর কোনও নির্দেশনা বা আশ্বাস পাবো, ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো।