The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেওয়া হয়

১৯৯৫ সালের ৭ এপ্রিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান প্রয়াত ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী। বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং ভাইস চেয়ারম্যান ডাক্তার শহীদুল কাদির পাটোয়ারীর দক্ষতায় এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাড্ডা সাঁতারকুলের স্থায়ী ক্যাম্পাস, বনানী ও গ্রীনরোডের ক্যাম্পাসসহ ৩ ক্যাম্পাসে চারটি অনুষদের অধীনে ১০টি বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম থেকে ষষ্ঠ কনভোকেশন পর্যন্ত প্রায় ২০ হাজার শিক্ষার্থী পাস করে বেরিয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৭ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।

সেরা দশে ডিআইইউ

২০২০ সালে করোনাকালীন অনলাইন ক্লাস শুরুর প্রথম তিন মাস পরই বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস/শ্রেণিতে অংশগ্রহণ নিয়ে এক সরকারি সমীক্ষায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ দশ অবস্থান অর্জন করে ডিআইইউ। ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ ও পরীক্ষার সাফল্যের ধারাবাহিকতায় ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১১১৫টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০০১তম অবস্থান এবং সারা দেশের সব প্রতিষ্ঠিত নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ৭ম স্থান অর্জন করে, যা বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে সর্বোচ্চ সেরা অবস্থান।

সহ-শিক্ষায় এগিয়ে

এ বছর এপ্রিলে এবং বছরের শেষে অক্টোবর মাসে দুবার বিএফডিসিতে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ডিবেট টিমগুলোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিআইইউ। আন্তর্জাতিক মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতা ‘নাসা অ্যাপস চ্যালেঞ্জ’-এ প্রথমে ক্যাম্পাসপর্যায় থেকে শুরু করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন এবং শেষ পর্যায়ে এখনো এ প্রতিযোগিতার শীর্ষ ক্ষেত্র ‘ওয়ার্ল্ড-ফাইনাল’ পর্যায়ে লড়াই করার যোগ্যতা অর্জন করেন।

সুযোগ-সুবিধা

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এডুকেশন সেল (আইকিউই সেল)
গবেষণা ও প্রকাশনা সেল লাইব্রেরির সুবিধা
ইন্টারনেট ও ল্যাবরেটরির সুবিধা
ডিআইইউ ডিবেটিং সোসাইটির অধীনে ডিবেটিং ক্লাব
শিক্ষার্থী, শিক্ষক, কমকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য পরিবহনসুবিধা
নিজস্ব ক্যানটিন
৭টি হোস্টেল। এর মধ্যে ছেলেদের ৫টি ও মেয়েদের জন্য ২টি।
দরিদ্র, মেধাবী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে।
সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য রয়েছেন একজন উচ্চ ডিগ্রিধারী পূর্ণকালীন অভিজ্ঞ ডাক্তার।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতকের বিষয় ও শিক্ষা ব্যয়

এলএলবি অনার্স-৪০৬৫০০ টাকা
বিবিএ (ফার্স্ট শিফট)-২৮০৫০০ টাকা
বিবিএ (সেকেন্ড শিফট)-২৪৩৩০০ টাকা
সিএসই (ফার্স্ট শিফট)-৩০১৫০০ টাকা
সিএসই (সেকেন্ড শিফট)-২২৬৫০০ টাকা
ইইই (ফার্স্ট শিফট)-৩০৯৫০০ টাকা
ইইই (সেকেন্ড শিফট)-২২৬৫০০ টাকা
সিভিল (ফার্স্ট শিফট)-২৬১৫০০ টাকা
সিভিল (সেকেন্ড শিফট)-২২৬৫০০ টাকা।
ফার্মেসি-অনার্স-২৭৬৫০০ টাকা
ইংলিশ ১৬১,৫০০ টাকা
সোশিওলজি (অনার্স)-১২৪৫০০ টাকা
পলিটিক্যাল সায়েন্স-বিএসএস-১১৬৫০০ টাকা
ইকোনমিকস (অনার্স) ১১৬,৫০০ টাকা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্নাতকোত্তর বিষয় ও শিক্ষা ব্যয়

এলএলএম (১ বছর)-৭৬০০০ টাকা
এলএলএম (২ বছর)-৮৫০০০ টাকা
মাস্টার্স অফ হিউম্যান রাইটস (এমএইচআরএল ২ বছর)-৩৬০০০ টাকা
এমবিএ (১ বছর)-১০০০০০ টাকা
এমবিএ (২ বছর)-১২০০০০ টাকা
সিএসই (এমএসসি-জেনারেল গ্রুপ)-১২০০০০ টাকা
সিএসই (এমএসসি)-থিসিস গ্রুপ-১৪০০০০ টাকা
ইংলিশ (এমএ-১ বছর)-৪১০০০ টাকা
ইংলিশ (এমএ ২.৫ বছর)-৭০০০০ টাকা
সোশিওলজি-এমএসএস (১ বছর)-৩৬০০০ টাকা
সোশিওলজি-এমএসএস (২ বছর) -৬৫০০০ টাকা
পলিটিক্যাল সায়েন্স (এমএসএস ১ বছর)-৬০০০০ টাকা
ইকোনমিকস (এমএসএস ১ বছর)-৬০০০০ টাকা।
স্কলারশিপ

ডিআইইউতে সব ডিপার্টমেন্টের সব ব্যাচের দুজন স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট এবং এসএসসি-এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে বিনা মূল্যে স্নাতক পড়ার সুযোগ পান।

You might also like
Leave A Reply

Your email address will not be published.