দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৮টি হলের সম্মেলন। নতুন নেতৃত্বের অপেক্ষায় উচ্ছ্বাস-উদ্দীপনায় প্রত্যেকটি হলের প্রার্থী ও নেতাকর্মীরা।
রোববার ৩০ জানুয়ারি বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে উৎসবমুখর পরিবেশে সম্মেলন শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অতিথিবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃত্বে নিজ নিজ হলের নাম খচিত পতাকা উত্তোলন করেন ১৮টি হল ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা।
এরপর হল সম্মেলনের নিশান ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়। তারপর মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতৃবন্দ ও পদপ্রার্থী ছাত্রলীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত আছেন।