The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

ব্রিস্টল ইউনিভার্সিটিতে বৃত্তি

উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে যুক্তরাজ্য ৷ দেশটির সেরা দশটি ইউনিভার্সিটির একটি হচ্ছে ব্রিস্টল ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের জন্য নানান ধরনের স্কলারশিপ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতক ও স্নাতকোত্তরে তেমনই একটি সুযোগ দিচ্ছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ প্রায় সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ‘থিংক বিগ আন্ডারগ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফির জন্য অনুদান দেওয়া হবে। স্নাতকের জন্য ৪ বছরমেয়াদি এবং স্নাতকোত্তরে ১ বছরমেয়াদি এই স্কলারশিপ দেওয়া হবে।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

● স্কুল অব আর্টস

● মানবিক

● আধুনিক ভাষা

● প্রকৌশল

● সিভিল

● অ্যারোস্পেস

● মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

● ব্রিস্টল মেডিকেল

● জীববিজ্ঞান

● সামাজিক বিজ্ঞান

● আইন অনুষদ

সুযোগ-সুবিধা

● স্নাতকের শিক্ষার্থীদের প্রতিবছর ৫ হাজার এবং ১০ হাজার পাউন্ডের উপবৃত্তি দেওয়া হবে।

● স্নাতকোত্তরের শিক্ষার্থীদের এক বছরের জন্য ৫ হাজার, ১০ হাজার এবং ২০ হাজার পাউন্ড উপবৃত্তি হিসেবে দেওয়া হবে।

● তবে এই অর্থ শুধু টিউশন ফির জন্য ব্যবহার করা যাবে।

আবেদনের যোগ্যতা

● স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।

● স্নাতকে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে যেকোনো বিষয়ে স্নাতক করতে পারবেন।

● স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।

● টিউশন ফি ব্যতীত অন্য কোনো তহবিলের জন্য আবেদনকারী হওয়া যাবে না।

● ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

● ইউসিএএস বা কমন অ্যাপ্লিকেশন আইডি (আপনি যদি স্নাতক শিক্ষার্থী হন), অ্যাপ্লিকেশন আইডি (আপনি যদি স্নাতকোত্তর শিক্ষার্থী হন)।

● জন্মনিবন্ধন সনদ

● জাতীয় পরিচয়পত্র

● পাসপোর্ট

● ট্রান্সক্রিপ্ট

● উচ্চমাধ্যমিকের সনদ

এগুলো ছাড়াও আপনাকে নিজের সম্পর্কে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি উত্তরের জন্য সর্বোচ্চ ২০০ শব্দ বরাদ্দ রয়েছে।

প্রশ্নগুলো হলো

● আপনার এমন কোনো বিশেষ গুণ বা কৃতিত্ব, যার কারণে আপনি নিজেকে এই বৃত্তির যোগ্য মনে করেন।

● আপনি সম্প্রতি আপনার সমাজের জন্য কী অবদান রেখেছেন?

● ব্রিস্টল ইউনিভার্সিটিতে আপনার নির্বাচিত প্রোগ্রাম কীভাবে আপনাকে ‘বিগ থিংক’ করতে এবং স্নাতকোত্তর হওয়ার পরে আপনার পরিকল্পনাগুলো গঠনে সহায়তা করবে তা ব্যাখ্যা করুন এবং ব্রিস্টল ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আপনাকে কী আকৃষ্ট করেছে, সেই সঙ্গে আপনার চূড়ান্ত ক্যারিয়ারের লক্ষ্যগুলোর রূপরেখা ব্যাখ্যা করুন।

আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়:

২৮ মার্চ, ২০২২

ইপেপারে দেখুন\

You might also like
Leave A Reply

Your email address will not be published.