করোনার নতুন ধরন অমিক্রন দেশে ছড়িয়ে পড়েছে। করোনার এ ধরন খুব দ্রুত ছড়ায়। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের আগে করোনাভাইরাসের টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণের সনদ বা প্রমাণপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে।
আজ রোববার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার বিস্তার ঠেকাতে চলাচলে বিধিনিষেধ আরোপসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিকা গ্রহণের সনদ পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।