বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ‘সহকারী পরিচালক’ পদে লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী পরিচালক (মেরিন সেফটি)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৌযান ও নৌযন্ত্র কৌশলে বা নৌ স্থাপত্যে প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতা দেওয়া হবে।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২২ তারিখে ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন যেভাবে
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ, আবেদন ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলি পাওয়া যাবে।
আবেদন ফি
অনলাইন আবেদন করার পর পাওয়া Applied IDটি ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে বিলার আইডি নম্বর হিসেবে ব্যবহার করে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে বিআইডব্লিউটিএর বিলার আইডি নম্বর ৪২২-এ ৩২০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২।