The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে চাকরি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বাংলাদেশ এবং এনটিপিসি লিমিটেড ভারতের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অত্যাধুনিক মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে। ওই প্রকল্পে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-মেকানিক্যাল (স্টাফ লেভেল-৪)
পদসংখ্যা: ৩৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়স: ৪৫ বছর
মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-ইলেকট্রিক্যাল (স্টাফ লেভেল-৪)
পদসংখ্যা: ২০
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়স: ৪৫ বছর
মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।

৩. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার (স্টাফ লেভেল-৪)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এইচএসসি (ভোকেশনাল) অথবা এইচএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়স: ৪৫ বছর
মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।

৪. পদের নাম: ফায়ার ইন্সপেক্টর (স্টাফ লেভেল-৪)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা ন্যূনতম এইচএসসি/সমমানসহ যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। তাপ/গ্যাস/তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে প্রাথমিক কাজের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ৪৫ বছর
মূল বেতন: ২৩,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।

৫. পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান-আইটি/কম্পিউটার (স্টাফ লেভেল-৬)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটি/কম্পিউটার–সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম এসএসসি (ভোকেশনাল) অথবা এসএসসিসহ (বিজ্ঞান) ৩ মাসের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স। যেকোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩৫ বছর
মূল বেতন: ১৮,০০০ টাকা। এ ছাড়া বিআইএফপিসিএলের পলিসি অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসাসুবিধা, বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য ফ্রিঞ্জ–সুবিধা দেওয়া হবে।

চাকরির ধরন
এ চাকরি চুক্তিভিত্তিক। বিআইএফপিসিএলের পলিসি অনুসারে চাকরির প্রাথমিক চুক্তির মেয়াদ এক বছরের শিক্ষানবিশকালসহ তিন বছর। সন্তোষজনক কর্মক্ষমতা সাপেক্ষে পরে তিন বছর অন্তর নবায়নের ভিত্তিতে প্রার্থীর ৬০ বছর বয়স পর্যন্ত প্রযোজ্য।

সাধারণ শর্ত

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতিয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সব পর্যায়ে জিপিএ ৫-এর স্কেলে কমপক্ষে ২.০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.২৫ থাকতে হবে।

সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা/সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

বিদেশি বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে পাস করা প্রার্থীদের একটি উপযুক্ত কর্তৃপক্ষ/সরকারি সংস্থা থেকে জারি করা সমমানের সাটিফিকেট/প্রত্যয়ন থাকতে হবে।

কোনো কালার ব্লাইন্ড ব্যক্তি আবেদন করতে পারবেন না।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইল করা যাবে। নিয়োগ, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া বিআইএফপিসিএলের ওয়েবসাইট, টেলিটকে বিআইএফপিসিএলের লিংক ছাড়াও টেলিটকের জব পোর্টাল থেকে জানা যাবে।

আবেদন ফি
টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি বাবদ ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা অনলাইনে আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

You might also like
Leave A Reply

Your email address will not be published.