The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪

ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

আগামী মাসেই চালু হতে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’। অ্যাপল ইনক করপোরেশনের অ্যাপ স্টোরের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি চালু করছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এই প্ল্যাটফর্মে ভিডিও-অন-ডিমান্ড সার্ভিসে ‘নন-ওক’ বিনোদন প্রোগ্রামিং, খবর, পডকাস্ট এবং আরও অনেক কিছু থাকবে।

অ্যাপটি টুইটারের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ব্যক্তি ও ট্রেন্ডিং বিষয়গুলিতে টুইটারের মতোই অনুসরণ করা যাবে। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীর দেওয়া বার্তাকে নামকরণ করা হয়েছে ‘ট্রুথ’ নামে।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প।

You might also like
Leave A Reply

Your email address will not be published.